অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতার আনন্দপুরে চার লক্ষ টাকার বিনিময়ে একুশ দিনের কন্যা সন্তানকে বিক্রির অভিযোগ উঠলো মায়ের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সকলে হতভম্ভ হয়ে পড়লেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মহিলা তিন জন সন্তানকে নিয়ে নোনাডাঙ্গা রেল কলোনীর একটি বাড়িতে একাই থাকতেন। কিন্তু কয়েক দিন ধরেই একুশ দিনের কন্যা সন্তানকে দেখতে না পাওয়ায় এলাকাবাসীদের মধ্যে সন্দেহ বাড়তে থাকে। এরপর কয়েক জন পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে ওই মহিলাকে গ্রেফতার করেন।
পুলিশ জানান, ‘‘ওই শিশুটিকে অভিযুক্ত আইভিএফ পদ্ধতিতে জন্ম দিয়েছিলেন। এছাড়া ওই মহিলাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এই ঘটনায় জড়িত আরো পাঁচ জনকে গ্রেফতার করার সাথে সাথে ওই শিশুটিকে বেহালা থেকে উদ্ধার করা হয়। কিন্তু শুধু টাকার লোভেই কি কোলের সন্তানকে বিক্রি করেছিলেন নাকি এই ঘটনায় কোনো চক্র কাজ করছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’’