নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ আজ ভোরবেলা নাগাদ মহারাষ্ট্রের ঠাণের সাহাপুর এলাকায় সম্রুদ্ধি এক্সপ্রেসওয়েতে অর্থাৎ মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের সময় কর্মীদের মাথায় ক্রেন ভেঙে মৃত্যু হয়েছে প্রায় ১৬ জন শ্রমিকের। আর আহতও হয়েছেন বেশ কয়েক জন।
সূত্রের খবর, একদল কর্মী ক্রেন মেশিন চালাচ্ছিলেন। এই ক্রেনের নাম ‘গার্ডার লঞ্চিং মেশিন’। কিন্তু নির্মাণকার্য চলাকালীন আচমকা ক্রেনটি ভেঙে তা চাপা পড়ে ঘটনাস্থলেই ষোলো জনের মৃত্যু হয়। তিন জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ ও উদ্ধারকারী দল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান।
পুলিশ জানিয়েছে, ক্রেনের ধ্বংসাবশেষের ভিতর অন্তত পাঁচ জন শ্রমিকের আটকে থাকার সম্ভাবনা আছে। আপাতত ধ্বংসাবশেষ সরিয়ে দ্রুত উদ্ধার করার চেষ্টা চলছে। উল্লেখ্য, বিশেষ ধরনের এই ক্রেন সাধারণত রেল সেতু এবং সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত হয়। এছাড়া বড়ো বড়ো বহুতলের নীচে ভিত গঠনেও কাজে লাগে। বিশাল আকৃতির ইস্পাতখণ্ড এক দিক থেকে অন্য দিকে নিয়ে যাওয়াই এর মূল কাজ।