নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ গতকাল জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায় এক বড়োসড়ো ধসের জেরে বুধল মাহোর রোডে পাহাড়ের একটি বিশাল অংশ ভেঙে পড়েছে। ফলে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বেশ কিছু দিন ধরেই জম্মু-কাশ্মীরের বিভিন্ন অংশে বৃষ্টি হচ্ছে। আর প্রায়শই এই বৃষ্টির জেরে পাহাড়ি রাস্তায় ধস নামছে। এদিনও উপত্যকার বেশ কিছু জায়গায় ধস নেমেছে। এর জেরে যানবাহনগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়। আর বিআরওর তরফে (বর্ডার রোড অর্গানাইজেশন) রাস্তাগুলিকে দ্রুত পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
গত সপ্তাহে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে বিশাল ধস নামায় রাস্তার একাংশ বন্ধ হয়ে গিয়েছিল। গত একুশ দিনে জম্মু-কাশ্মীর ও লাদাখে বারো বারেরও বেশী মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানের মতো ঘটনা ঘটেছে। যার ফলে উপত্যকা বার বার ভূমিধসে বিপর্যস্ত হচ্ছে।