নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের উন্নাওয়ে হাসপাতাল থেকে স্বামীর মৃতদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে একটি গাড়ি অ্যাম্বুলেন্সে ধাক্কা মারতেই মৃত্যু হলো স্ত্রী সহ ৪ জন কন্যার।
সূত্রের খবর, কানপুরের একটি বেসরকারী হাসপাতালে মৌরাবার বাসিন্দা ধনীরাম নামে এক জন ব্যক্তি ভর্তি ছিলেন। বৃহস্পতিবার রাতেরবেলা ধনীরামবাবুর মৃত্যু হয়। ফলে স্ত্রী ৭০ বছর বয়সী প্রেমা, তিন কন্যা অর্থাৎ ৩০ বছর বয়সী রুচি, ৪০ বছর বয়সী অঞ্জলি ও ৪৫ বছর বয়সী মঞ্জুলাকে নিয়ে হাসপাতালে মৃতদেহ আনতে গিয়েছিলেন।
আর এক কন্যা সুধাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু ফেরার পথে অ্যাম্বুলেন্সটিকে পুরবা থানার তুসরৌর গ্রামের কাছে কোনো একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। ধাক্কার অভিঘাত এতটাই বেশী ছিল যে, অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে মাঝখান থেকে দু’টুকরো হয়ে যায়।
এরপর অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা প্রেমা দেবী সহ রুচি, অঞ্জলি এবং মঞ্জুলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে গাড়ির চালক বরাতজোরে বেঁচে যান। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় অত্যন্ত দুঃখপ্রকাশ করেছেন।