নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের ইনদওরে ইঞ্জিনিয়ারিং ছাত্রকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে এক ছাত্রী সহ চার জনের বিরুদ্ধে। মৃত ছাত্রের নাম প্রভাস ওরফে মনু।
জানা গিয়েছে, প্রভাস চার জন বন্ধুর সাথে গাড়িতে করে উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দিরে যাচ্ছিল। ওই সময় তার উপর হামলা চালানো হয়। এমনকি চার জন মিলে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ ওঠে। এরপর দ্রুত প্রভাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ অভিযোগের ভিত্তিতে চার জনকে গ্রেফতার করেছেন। ধৃতরা হলো ছোটু, তানিয়া, শোভিত ও হৃতিক। তানিয়া খারগোনের বাসিন্দা। পড়াশোনার সূত্রে ইনদওরে থাকত। বিবিএর প্রথম বর্ষের ছাত্রী। একটি বেসরকারী অফিসে চাকরীও করত। তানিয়া ছাড়া আর বাকি তিন জনের বিরুদ্ধে অপরাধের একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রভাসের উপর যে সময় হামলা চালানো হচ্ছিল, সেই সময় তার বন্ধুরা কি পালিয়ে গিয়েছিল? আর যদি না পালিয়ে গিয়ে থাকে তাহলে বাধা দেওয়ার চেষ্টা করেনি কেন? তা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি এই হামলার পেছনে কি কারণ তাও ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে।