নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ সম্প্রতি ভারত বাসমতী চাল ছাড়া অন্যান্য চাল রপ্তানীর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে বহু দেশ সমস্যায় পড়েছে। আর বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা সব থেকে বেশী বিপদে পড়েছেন।
বিশ্ব বাজারে চাল রপ্তানী করা দেশগুলির মধ্যে অন্যতম প্রধান দেশ ভারত। তাই গত সপ্তাহে সরকারের এই ঘোষণার পর বিভিন্ন দেশে শোরগোল শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন দেশে আগে থেকে মজুত থাকা চালের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ওই চাল কিনতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে।
আমেরিকার বিভিন্ন স্টোরে মজুত থাকা চাল কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে। এর মধ্যে টেক্সাসের ডালাস শহরের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে, জনতা চাল সংগ্রহ করতে রীতিমতো উন্মত্ত হয়ে উঠেছে। একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করে, টেনেহিঁচড়ে চাল সংগ্রহ করছেন।