মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও আপত্তিকর আচরণের প্রতিবাদে উত্তর চব্বিশ পরগণার বনগাঁর কুমুদিনী গার্লস নামক একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের হলো। অভিযুক্ত শিক্ষক অমিতাভ দাসের স্ত্রী বনগাঁ পুরসভার নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বন্দনা দাস কীর্তনিয়া।
প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষকদের অভিযোগ, ‘‘দীর্ঘদিন থেকেই অমিতাভবাবু বিদ্যালয়ের সহ শিক্ষক-শিক্ষিকাদের নানা রকম হুমকি দিচ্ছেন। এদিন প্রার্থনা চলাকালীন ছাত্রী এবং অভিভাবকদের সামনেই সহ শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে তেড়ে যান। এরপরেই শিক্ষক-শিক্ষিকারা নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রধান শিক্ষিকা মলিনা শিকদার জানান, ‘‘স্ত্রী জনপ্রতিনিধি। ওই কারণ দেখিয়ে সঠিক সময় বিদ্যালয়েও আসেন না। আবার নিয়মিত ক্লাস করান না। এদিন তো প্রার্থনা চলাকালীন এক জন শিক্ষিকার উপর চড়াও হন। আর সব সময়ই হুমকি দিয়ে থাকেন, সুন্দরবন ট্রান্সফার করিয়ে দেবেন। প্রতিবাদ করলেই হুমকি দিতে থাকেন। তাই প্রতিকার চাই। প্রশাসন যেন উপযুক্ত ব্যবস্থা নেয়।’’
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু বন্দনা দাস কীর্তনিয়া সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘বিদ্যালয়ের ভিতরে কি হয়েছে জানা নেই। তবে আমার স্বামী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাকে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, না হলে একজন হাসপাতালে ভর্তি হন না। মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার আচরণ ভালো নয়। আগে তিনি যে বিদ্যালয়ে ছিলেন, সেই বিদ্যালয়েও এরকম অশান্তি করে এসেছেন। পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ জানাব।’’