নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের বহু জায়গায় ধস নেমেছে। ফলে বদ্রীনাথ ও যমুনোত্রী জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বন্ধ হওয়ায় যান চলাচলও একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। এর জেরে পুণ্যার্থীরা বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন।
সূত্রের খবর, আজ সকালবেলা বদ্রীনাথ জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। যেমন বদ্রীনাথ জাতীয় সড়কে নন্দপ্রয়াগ এবং পুরসারির মাঝে ধস নেমেছে। যার একটি ভিডিয়োও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাস্তার উপরে পাহাড়ের বিশাল অংশ ভেঙে নেমে এসেছে। যা দেখে বোঝাই যাচ্ছে না যে, ওটা জাতীয় সড়ক।
আপাতত রাস্তা থেকে ওই ধস সরিয়ে যান চলাচল দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। প্রসঙ্গত, দু’সপ্তাহেরও বেশী সময় ধরে উত্তরাখণ্ডে তুমুল বৃষ্টি হচ্ছে। এর আগেও বদ্রীনাথ জাতীয় সড়কে একাধিক বার ধস নেমেছে। একটানা বৃষ্টির জেরে রাজ্য জুড়ে মোট তিনশোরও বেশী রাস্তা বন্ধ রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, এখনই বৃষ্টি কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।