পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল বাঘেরচরের কাছে ইলিশ ভর্তি একটি ট্রলার সমুদ্রে ডুবে যাওয়ায় লক্ষ লক্ষ টাকার ইলিশ মাছ জলে ভেসে গিয়েছে। এতে মাথায় হাত মৎসজীবীদের।
জানা যাচ্ছে, প্রায় চারদিন আগে কাকদ্বীপের ১৭ জনের একটি মৎসজীবীর দল অনিক নামে একটি ট্রলারে চড়ে বকখালি থেকে চল্লিশ কিলোমিটার দূরে সমুদ্রে ইলিশ ধরতে গিয়েছিলেন। গতকাল ইলিশ তুলে নামখানা দিয়ে যাত্রা করেন। তখনই সমুদ্র উত্তাল হয়ে ওঠায় আচমকা ঢেউয়ের ট্রলারের নীচতলায় ফেটে যায়। এরপর হুড়হুড়িয়ে ট্রলারে জল ঢুকতে শুরু করে।
Sponsored Ads
Display Your Ads Here
ফলে মৎস্যজীবীরা ভয়ে পেয়ে আশেপাশের ট্রলারগুলিতে সাহায্যের জন্য ওয়ারলেসে খবর দেন। তখন অপরাজিতা নামে আরেকটি ট্রলার সেখান থেকে কাকদ্বীপে ফেরার সময় দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে চিহ্নিত করে ওই ট্রলারটি থেকে মৎস্যজীবীদের সুস্থভাবে উদ্ধার করেন। কিন্তু ট্রলারটিকে উদ্ধার করতে না পারায় কয়েক লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here