অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ২১ শে জুলাই। অর্থাৎ শহীদ দিবস উপলক্ষে যেখানে ধর্মতলা চত্বর জুড়ে সাজো সাজো ভাব ঠিক সেই মুহূর্তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাট চত্বরের কাছে ধরা পড়লো এক জন সশস্ত্র যুবক।
পুলিশ সূত্রে খবর, ওই যুবক মিলন সংঘ ক্লাবের গেট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায় পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু কালীঘাট থানার পুলিশ তাকে হাজরা রোড ও হরিশ মুখার্জি স্ট্রিটের মোড়ে কালীঘাট ক্রসিংয়ের চারমাথা মোড়ে ধরে ফেলে। আর ওই যুবকের ব্যাগের ভিতর ভোজালি সহ একাধিক অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়।
কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, ‘‘পুলিশ লেখা ওই গাড়িটির নম্বর ডব্লুবি০৬ইউ**৭৭। এই গাড়ি পশ্চিম মেদিনীপুরের আলিগঞ্জ কসাইপাড়ার বাসিন্দা শেখ নূর আমিন নামে এক জন ব্যক্তির নামে রেজিস্ট্রার করা। তবে যাকে আটক করা হয়েছে সে ওই ব্যক্তি কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি এমন একটা দিনে ঘটা এই ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ওই যুবকের সাথে অস্ত্র-শস্ত্র ছিল। জেরায় নানারকম কথা বলছেন। এমনকি এও বলে যে, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসছিলেন। তবে ওই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল কেন? আপাতত পুরো বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।’’
এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সশস্ত্র যুবককে গ্রেফতারি নিয়ে বলেন, ‘‘পুলিশের যে দায়িত্ব, তা তারা পালন করছে না বলেই এমন হচ্ছে। পুলিশ রাজ্যে ভোট সন্ত্রাসে মন দিয়েছেন। ফলে দায়িত্ব পালন করতে পারছেন না। অবিলম্বে কালীঘাট থানার আইজি এবং ওসিকে সাসপেন্ড করা উচিত।’’