নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গুরুদাসপুর চকেরঘাট এলাকায় রাস্তায় কুড়িয়ে পাওয়া গোলাকার বস্তুকে বল ভেবে খেলতে গিয়ে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে পা উড়লো এক শিশুর। এছাড়া গুরুতর আহত হয়েছে আরো দুই জন শিশু।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রিয়ান, সুমন ও রবিউল এলাকার একটি সাঁকোর তলায় খেলছিল। তখন রবিউল রাস্তায় পড়ে থাকা একটি সকেট বোমাকে বল ভেবে কুড়িয়ে এনে রিয়ান এবং সুমনের সাথে খেলতে শুরু করে। এরপর রবিউল ওই গোলাকার বস্তুতে লাথি মারা মাত্রই সমগ্র এলাকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। তারপর তড়িঘড়ি এলাকাবাসীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন রবিউল রক্তাক্ত পা নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। আর পায়ের কিছুটা অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereবাকি দুই জনও গুরুতর আহত হয়েছে। এরপরেই রিয়ান, সুমন ও রবিউলকে উদ্ধার করে দৌলতাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রবিউলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। আর সেখানে পায়ের জরুরী অস্ত্রোপচার করা হয়েছে। সালার থানার পুলিশ বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছেন।
