নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ এবার বেঙ্গালুরুর বৈঠকের মাঝেই বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের পরিবর্তে নতুন একটি মঞ্চে ছাব্বিশটি বিরোধী দল একত্রে সমবেত হতে চলেছে। এই ইউপিএ চেয়ারপার্সন পদে সনিয়া গান্ধী ছিলেন।
এই বিরোধী জোটের নতুন নাম ভারতের নামেই হতে চলেছে। বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এই নয়া বিরোধী জোটের নাম ‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স) নামে ঘোষণা করেছেন। কিন্তু নাম পরিবর্তন হলেও নয়া জোটে চেয়ারপার্সন বা আহ্বায়ক পদ ঘোষণা করা হয়নি।
তবে বিরোধী জোটের এগারো জন সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হবে। মল্লিকার্জুন খড়্গে এও জানান যে, “মুম্বইয়ে জোটের পরবর্তী বৈঠকের আগেই কমিটির সদস্যদের নাম চূড়ান্ত হবে। অন্যদিকে লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী সমমনস্ক দলগুলি যাতে অভিন্ন ন্যূনতম কর্মসূচী নিয়ে এগোতে পারে, তার জন্য বৈঠকে সবিস্তারে আলোচনা করা হয়েছে।”