অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল গভীর রাতেরবেলা কলকাতার প্রগতি ময়দান থানা এলাকায় একটি বহুতলের নীচ থেকে উদ্ধার হয়েছে এক জন চিকিৎসকের দেহ। ওই চিকিৎসকের নাম শুভঙ্কর চক্রবর্তী।
পুলিশ সূত্রে খবর, ওই বহুতলে শুভঙ্করের এক জন বিদেশী বান্ধবী থাকতেন। কিন্তু বহুতলের পাঁচ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে কিভাবে তা পুলিশ খতিয়ে দেখছেন। আবার সম্প্রতি ব্যারাকপুর ক্যান্টনমেন্টের সেনা ছাউনির ম্যান্ডেলা হাউস আবাসনে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় তার সঙ্গী চিকিৎসকের দিকে অভিযোগ উঠছে।
কিন্তু পুলিশ এই ঘটনার তদন্তে নেমে একটি সুইসাইড নোট উদ্ধার করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৭ বছর বয়সী মৃতা প্রজ্ঞাদীপা হালদার নামে এক জন চিকিৎসক বারাসাত-১ ছোটো জাগুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। আর অভিযুক্ত চিকিৎসক ব্যারাকপুর সেনা হাসপাতালে উচ্চ পদে কর্মরত ছিলেন। প্রায় চার বছর থেকে প্রজ্ঞাদীপা ওই চিকিৎসকের সাথে সম্পর্কে ছিলেন।
ওই ম্যান্ডেলা হাউস আবাসনে দুই জনে একসাথে থাকতেন। পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। ফলে পুলিশ এই ঘটনায় আত্মহত্যার মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছেন।