নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানাঃ গতকাল হরিয়ানার কুরুক্ষেত্রে ১৮ মাসের শিশুকে খালে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো এক জন ব্যক্তির বিরুদ্ধে। কনিষ্ঠ কন্যাকে ফেলার পর বড়ো কন্যাকেও ফেলতে যাওয়ার সময় শিশুটি কান্না শুরু করায় ওই ব্যক্তি তাকে ফেলে রেখে মোটরবাইক নিয়ে চম্পট দেন। অভিযুক্ত পেহোয়া জেলার বাসিন্দা বলকার সিংহ।
তখন ওই রাস্তা দিয়ে তখন এক দল পুণ্যার্থী (কাঁওয়ারি) যাচ্ছিলেন। ওই সময় পুণ্যার্থীরা লক্ষ্য করেন, এক জন ব্যক্তি কিছু একটা খালের মধ্যে ছুঁড়ে ফেলে দ্রুত বেগে সেখান থেকে চলে গেলেন। এরপর পুণ্যার্থীরা কৌতূহলবশত খালের জলে উঁকি মারতে দেখেন, একটি শিশু জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে।
ফলে শীঘ্র এক জন পুণ্যার্থী খালে ঝাঁপ দিয়ে শিশুটিকে উদ্ধার করে রাওগড় গ্রামের কাঁওয়ারিয়া কেন্দ্রের সদস্যদের দেন। আর তারা পুলিশের হাতে তুলে দেওয়ার পর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এদিকে এই ঘটনার পর বলকার গোটা বিষয়টি স্ত্রীকে ফোন করে জানান।
এমনকি হুমকি দেন, এই বিষয়ে কেউ জিজ্ঞাসা করলে যেন বলা হয়, সন্তানদের দত্তক দিয়েছেন। তারপর স্ত্রী স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে বলকার ও তার ভাইকে গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই শিশুরা বলকার সিংহের দ্বিতীয় পক্ষের দুই কন্যাসন্তান। আপাতত অভিযুক্তদের কাছে এই ঘটনা ঘটানোর কারণ জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।