নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের বরেলিতে আয়কর দপ্তরের আধিকারিকরা এক জন ইউটিউবারের বাড়ি থেকে উদ্ধার করেছেন নগদ ২৪ লক্ষ টাকা। ওই ইউটিউবারের নাম তসলিম।
সূত্রের ভিত্তিতে জানা যায়, কয়েক বছর ধরে তসলিম একটি ইউটিউব চ্যানেল চালায়। এখান থেকে ওই ইউটিউবার বেআইনী ভাবে অন্তত ১.২ কোটি টাকা আয় করেছে। কিন্তু তসলিমের পরিবার এই অভিযোগ অস্বীকার করে জানান, ‘‘তসলিম শেয়ার মার্কেট নিয়ে বিভিন্ন ধরণের ভিডিয়ো বানাতো।
ইউটিউব চ্যানেল চালিয়েই ভালো আয় হয়। তাই নিয়ম করে ঠিকঠাক আয়করও মেটাত। আর ইতিমধ্যেই কর বাবদ চার লক্ষ টাকা দেওয়া হয়েছে। কোনো অনৈতিক কাজ করা হয়নি। আয়কর হানা একটি পরিকল্পিত চক্রান্ত।’’