নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ আজ রাজস্থানের কোটার একটি হস্টেল থেকে উদ্ধার হয়েছে ১৭ বছর বয়সী এক জন যুবকের দেহ। মৃতের নাম পুষ্পেন্দ্র সিংহ। বাড়ি কোটা থেকে ৫০০ কিলোমিটার দূরে জালোরে।
সূত্রের খবর, গত সপ্তাহে পুষ্পেন্দ্র ডাক্তারির প্রবেশিকার (নিট) প্রস্তুতির জন্য এসেছিল। কিন্তু এদিনের এই ঘটনায় আবারও কোটায় রীতিমতো চাঞ্চল্য শুরু হয়েছে। তবে ঘর থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। চলতি বছর এই নিয়ে কোটায় মোট ১৬ জন পড়ুয়া এই পদক্ষেপ নেওয়ায় কোটার শিক্ষা ব্যবস্থার দিকে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অভিযোগ উঠছে যে, ‘‘পড়ুয়াদের প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য বেশী চাপ দেওয়ার কারণেই পড়ুয়ারা এই চরম পদক্ষেপ নিয়ে ফেলে। গত কয়েক বছরে বেশ কিছু সংখ্যক পড়ুয়া পড়াশোনার চাপ ও ব্যর্থতার ভয়কে দায়ী করে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে।’’