তৃণমূল কর্মীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল পূর্ব মেদিনীপুরের খেজুরির হেঁড়িয়া এলাকায় তৃণমূল কর্মীকে গাছে বেঁধে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম নরেন্দ্রনাথ মাজি। বাড়ি খেজুরি এক নম্বর ব্লকের উত্তর কলমদান গ্রামের দক্ষিণপল্লী এলাকায়।

পরিবারের সদস্যদের অভিযোগ, ‘‘স্থানীয় কয়েক জন তাদের জায়গা জোর করে দখল করে নিচ্ছেন। তাই নরেন্দ্রনাথ ও তার বাবা থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলেন। ওই সময় প্রায় চল্লিশ জনের একটি দল নরেন্দ্রনাথকে ঘিরে ব্যাপক বেধড়ক মারধর করে। এমনকি গাছে বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।’’ তৃণমূলের দাবী, ‘‘অভিযুক্তরা এলাকায় বিজেপি কর্মী।’’


তৃণমূলের তরফে হেঁড়িয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিজেপি পুরো ঘটনা অস্বীকার করে দাবী করেছে, ‘‘পঞ্চায়েতের দখল রাখা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে।’’ বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার নেতা অসীম মিশ্র জানান, ‘‘খেজুরির ঘটনার সাথে বিজেপিকে জুড়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে। ওখানে তৃণমূল পঞ্চায়েত গায়ের জোরে জিতেছে। প্রধান হওয়া নিয়ে নিজেদের মধ্যে মারামারি চলছে। বিজেপি এসব কোনো ভাবে সমর্থন করে না।’’


প্রসঙ্গত, এবার পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ৭০টি আসনের মধ্যে ৫৬টি তৃণমূলের দখলে। আর ১৪টি বিজেপির দখলে। জেলার ২২৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যেও ১৩৭টিতে তৃণমূল জয়ী হয়েছে। যেখানে বিজেপি মাত্র ৬১টিতে জয়ী হয়েছে। পাশাপাশি জেলার ২৫টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৯টিতে তৃণমূলের জয় জয়কার।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031