মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গার হাদিপুর ঝিকরা এক নম্বর পঞ্চায়েতের আমতলা হাট এলাকায় আইএসএফের (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) প্রার্থী হারতেই তার বাড়ি ও দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এছাড়া আইএসএফ কর্মীদের মারধর করারও অভিযোগ উঠেছে। কিন্তু তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
আমতলা হাট এলাকার আইএসএফ প্রার্থী মুসাফির মণ্ডলের অভিযোগ, “প্রথমে পঞ্চায়েত সদস্য কামরুজ্জামান মণ্ডল তাকে মনোনয়নপত্র প্রত্যাহার করার হুমকি দিয়েছিলেন। এরপর ভোটে জয়ী হওয়ার পর রাতে কামরুজ্জামান দলবল নিয়ে দোকানে এবং বাড়িতে ভাঙচুর সহ চার জন কর্মীকে মারধর করেন। পাশাপাশি বাড়ির সামনে বোমাবাজিও করা হয়।”
Sponsored Ads
Display Your Ads Here
দেগঙ্গা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কামরুজ্জামান মণ্ডল আইএসএফের তোলা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করে জানান, “পঞ্চায়েতের ফলাফল ঘোষণা হওয়ার পরে মুসাফিরের বাবা জরত আলি দলবল নিয়ে আমতলা হাট এলাকায় কয়েক জন তৃণমূল কর্মীকে মারধর করেন। এরপর রাতেরবেলা নিজেরা বাড়ি-দোকান ভাঙচুর করে দোষ চাপাচ্ছেন।”
Sponsored Ads
Display Your Ads Here