নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ ফের উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টির কারণে পিথোরাগড় জেলার ধরচুলা এলাকার চল গ্রামে একটি আস্ত সেতু জলের তোড়ে ভেঙে গিয়েছে। ফলে ওই এলাকায় জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু পর্যটক আটকে পড়েছেন।
সূত্রের খবর, এখানে গত কয়েক দিন থেকেই বৃষ্টি পড়ছিল। আর যে সেতুটি ভেঙে পড়েছে, সেটিই গ্রামের সাথে সংযোগের একমাত্র মাধ্যম হওয়ায় ওই গ্রামের সাথে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এছাড়া সেতু ভাঙার পর তার ধ্বংসাবশেষ ভেজা মাটির সাথে মিশে দীর্ঘ এলাকা জুড়ে ছড়িয়ে গিয়েছে। ফলে ওই অংশে কেউ পৌঁছতে পারছেন না।
Sponsored Ads
Display Your Ads Here
মৌসম ভবন জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের নানা প্রান্তে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তরাখণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গের হিমালয়ঘেঁষা অঞ্চল এবং গুজরাতের কিছু এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here