মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ প্রায় প্রতিদিনই জেলায় জেলায় বোমা সহ নানা অস্ত্র উদ্ধার লেগেই রয়েছে। চলতি সপ্তাহেই রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন। আর এর মধ্যেই বীরভূম ও ভাঙড় থেকে আগ্নেয়াস্ত্র সহ তাজা বোমা উদ্ধার হয়েছে।
গতকাল বীরভূমের খয়রাশোল থানার পুলিশ কাঞ্চন মোদক নামে এক জন ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি বিক্রি করার খবর পেতেই ইদিলপুর মোড় থেকে কাঞ্চনকে গ্রেফতার করেন। এরপর তল্লাশি চালাতেই তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং গুলি পাওয়া যায়। পরে কাঞ্চনকে গ্রেফতার করে দুবরাজপুর আদালতে হাজির করানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড়ের চণ্ডীহাট থেকে কাশীপুর থানার তৎপরতায় প্রায় দশটি তাজা বোমা এবং বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার হয়েছে। আর তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের দাবী, “অভিযুক্তরা আইএসএফের সক্রিয় কর্মী। কিন্তু আইএসএফ এই দাবী অস্বীকার করেছে।”
Sponsored Ads
Display Your Ads Here