সম্প্রতি রেড প্লাস সোসাইটি নার্সিং হোমে পালিত হয়ে গেল জাতীয় চিকিৎসক দিবস

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ

“Medicines can cure, but a Good Doctor’s inspirational words can give the strength to fight from within.”


চিকিৎসকদের সম্মান জানাতে ১ লা জুলাই দেশ জুড়ে পালিত হয় “চিকিৎসক দিবস” অর্থাৎ “ডক্টরস ডে” পালিত হয়। মূলত কিংবদন্তী চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনটিকে স্মরণে রেখে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়।


একজন চিকিৎসকের দ্বারাই সম্ভব সমগ্র মানবজাতিকে রক্ষা করা এবং নতুন জীবন দান করা। আর ঠিক এমনই এক জন চিকিৎসক হলেন “রেড প্লাস সোসাইটি নার্সিং হোমের” কর্ণধার ডক্টর অপূর্ব সিনহা। যিনি নিজের জীবনের সবটুকু দিয়ে সময়-অসময় সমস্ত রোগীকে সাহায্যের হাত বাড়িয়ে সুস্থ করে তুলেছেন।


আর এই জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে রেড প্লাস সোসাইটি নার্সিং হোমে নার্স সহ সমস্ত চিকিৎসকদের উপস্থিতিতে চিকিৎসকদের সম্মান জানানোর পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031