নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল মুর্শিদাবাদের চার নম্বর জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী আনারুল হককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের বিরুদ্ধে। কিন্তু এক জন কংগ্রেস কর্মীর গায়ে ওই গুলি লাগে।
জানা গিয়েছে, আনারুল হক নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার সময় উল্টো দিক থেকে সামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম গাড়িতে করে এলাকায় ঢোকেন। এরপর বিনা প্ররোচনায় কংগ্রেস প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এক জন কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হন।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর তাকে উদ্ধার করে প্রথমে ধুলিয়ানের একটি বেসরকারী নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু কংগ্রেস কর্মীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় আমিরুল ইসলামকে গ্রেফতারের দাবীতে ইতিমধ্যে কংগ্রেস কর্মী-সমর্থকরা সামশেরগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here
তবে এই ঘটনায় তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পাশাপাশি এদিন পঞ্চায়েত নির্বাচনে দেওয়াল দখলকে কেন্দ্র করে ভরতপুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। এমনকি তৃণমূল ও নির্দলদের মারামারির কারণে নির্দল প্রার্থীর কপাল ফাটে।
Sponsored Ads
Display Your Ads Here