নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গোপন সূত্রের ভিত্তিতে এসটিএফের হাতে (স্পেশাল টাস্ক ফোর্স) মালদার রতুয়া থানার জাননগর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হলো দুই জন। ধৃতরা হলো উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এলাকার বাসিন্দা মহম্মদ শরিফ ও রতুয়া এলাকার বাসিন্দা লুতফর রহমান।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, শরিফ এবং লুতফরের কাছ থেকে চারটি ওয়ানশটার ও প্যাকেটবন্দি ২৫ রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। আপাতত ধৃতদের বিরুদ্ধে রতুয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি কোথা থেকে কি উদ্দেশ্যে এই অস্ত্র-কার্তুজ এনেছিলেন তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।