নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ আজ পুরুলিয়ার মানবাজার এলাকার কেন্দডি গ্রামের কাছে একটি ছোটো নদীর পাড় থেকে উদ্ধার বঙ্কিম হাঁসদা নামে ১ জন বিজেপি কর্মীর দেহ। বঙ্কিম দুই নম্বর ব্লকের হেঁসলা সংসদের কেন্দডি বুথে বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। পঞ্চায়েত নির্বাচনের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলবেলা সে নিজের বাড়ি থেকে বেরিয়েছিল। এরপর আর বাড়ি না ফেরায় খোঁজ শুরু হলে আজ সকালবেলা পুকুর পাড়ে বঙ্কিমের দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা বঙ্কিমের পরিবার ও বোরো থানায় খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। এই ঘটনায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে।
Sponsored Ads
Display Your Ads Here
বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙা জানান, ‘‘পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্য রাজনৈতিক উদ্দেশ্যে বঙ্কিম হাঁসদাকে খুন করা হয়েছে। এতে তৃণমূলের স্পষ্ট মদত রয়েছে। পুলিশ শাসকদলের দলদাস হয়ে বিরোধী দলের প্রার্থীদের ভয় দেখানো, মনোনয়ন প্রত্যাহারের সব কাজে ব্যস্ত। স্বাভাবিক ভাবে পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছে না।
Sponsored Ads
Display Your Ads Here
আমরা চাই দ্রুত পুলিশ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।’’ এদিকে তৃণমূল সব অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘‘অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূল এই ধরণের রাজনীতি করে না। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তাই এমন মিথ্যা অভিযোগ তুলে বাজার গরম করার চেষ্টা হচ্ছে। তবে পুলিশ ঘটনার তদন্ত করছে।’’
Sponsored Ads
Display Your Ads Here