নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ পশ্চিম মেদিনীপুরে ৩৫ বছর বয়সী দীপক সামন্ত নামে বিজেপির এক বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। কিন্তু তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, দীপককে তৃণমূলের অঞ্চল সভাপতি মালিক মাইতি ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রায়ই প্রাণে মারার হুমকি দিতেন। এদিন আচমকাই সে বাড়ি থেকে উধাও হয়ে যায়। এরপর পরিবারের সদস্যেরা আশপাশে খোঁজ শুরু করেন। পরে বাড়ির ভিতর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পরিবারের এক জন সদস্য জানান, ‘‘গত এক বছর থেকে আমাদের বিজেপি করার অপরাধে একঘরে করে রাখা হয়েছিল। তৃণমূল বিজেপির হয়ে প্রচারেও বাধা দিয়েছিল। দীপকের স্ত্রীকে দীপককে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হত। এরপরেই এদিন ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।’’
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
সবং থানার পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে আসেন। আর মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আপাতত এই ঘটনায় নির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ নিজের মতো করে মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে।
বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বলেন, ‘‘তৃণমূল বুথ সভাপতিকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে।’’ তবে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। বিজেপি এই নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।’’