Indian Prime Time
True News only ....

এবার ওড়িশায় রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো ৩ জনের

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ এবার ওড়িশার কোরাপুট ও কেওনঝাড়ে রথের চূড়া বৈদ্যুতিক তার স্পর্শ হতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো ৩ জনের। আবার পুরীতে জগন্নাথের রথ টানতে গিয়ে দড়ি ছিঁড়ে আহত হয়েছেন বেশ কয়েক জন। মৃতেরা হলেন ৪৫ বছর বয়সী কিশোর বারিক, ৫০ বছর বয়সী বরুণ গিরি এবং কেওনঝাড়ের বাসিন্দা ২২ বছর বয়সী বিশ্বনাথ নায়েক।

অন্যদিকে পুরীতে উল্টোরথ উপলক্ষে জগন্নাথের রথ টানার সময় আচমকা রথের দড়ি ছিঁড়ে সকলে ছিটকে পড়েন। এই ঘটনায় ছয় জন আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রথযাত্রা কমিটি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে দোষারোপ করছে। সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

অভিযোগ, রথ টানার সময় সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু বিদ্যুৎ কর্তৃপক্ষ তা মানেননি। কোরাপুট থানার পুলিশ দুর্ঘটনাটি ঘটলো কিভাবে, কারা এই দুর্ঘটনার জন্য দায়ী তা তদন্ত করে দেখে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ  গ্রহণ করবে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored