পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ এবার পঞ্চায়েত নির্বাচনের আগে দক্ষিণ চব্বিশ পরগণার গোসাবার পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের বটতলি এলাকার ৪৪ নম্বর বুথের তৃণমূল সহ সভাপতি আলাউদ্দিন মোল্লাকে লক্ষ্য করে গুলি চালানোর জেরে গোটা এলাকা উত্তপ্ত হয়ে উঠল। তবে বরাতজোরে আলাউদ্দিন মোল্লা প্রাণে বেঁচে গিয়েছেন।
গুলির আঘাতে এক জন অভিযুক্ত আহত হয়েছেন। এলাকাবাসীরা গুলির আওয়াজ পেয়ে বেরিয়ে এসে দুষ্কৃতীদের ঘিরে ফেলেন। এরপর গোসাবা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ছয় জন দুষ্কৃতীকে গ্রেফতার করেন। আর একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
আপাতত এলাকায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর তাজা বোমা উদ্ধার করেছেন। রাতেরবেলাও এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়।