নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ আজ জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় সেনা ও বিএসএফের মধ্যে সংঘর্ষ চলাকালীন নিহত হয়েছে ১ জঙ্গি। আপাতত ওই জঙ্গির পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে খবর, ওই জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। চলতি মাসেই কুপওয়াড়ায় গুলির লড়াইয়ে পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছিল। ওই জঙ্গিরা সকলেই বিদেশী বলে জানা গিয়েছিল।
গতকাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) কাশ্মীরের চারটি জেলায় তল্লাশি অভিযান চালায়। কুলগাম, বন্দিপোরা, সোপিয়ান ও পুলওয়ামার সহ মোট বারোটি এলাকায় অভিযান চালানো হয়। তদন্তকারীদের ধারণা, ওই এলাকাগুলিতে জঙ্গিদের ঘাঁটি রয়েছে।