ব্যুরো নিউজঃ আমেরিকাঃ আমেরিকার ওহাও প্রদেশে ২ বছর বয়সী এক শিশুপুত্র গুলি ভর্তি বন্দুক নিয়ে খেলতে গিয়ে অসাবধানতার জেরে সেই বন্দুকের গুলিতে মৃত্যু হয়েছে ৩১ বছর বয়সী তার অন্তঃসত্ত্বা মায়ের। মৃতের নাম লরা লগ। মৃত্যু হয়েছে আট মাসের গর্ভস্থ সন্তানেরও।
সূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে, গত ১৬ ই জুন শিশুটি বন্দুক নিয়ে খেলছিল। তখন লরা লগ ওই বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। আচমকাই অসাবধানতাবশত ওই বন্দুক থেকে গুলি বেরিয়ে তার গুলি লাগে। এরপর দ্রুত আহত অবস্থায় পুলিশকে ফোন করে ঘটনাটি জানান। এমনকি স্বামীকেও ফোন করে ঘটনাটির কথা জানান। তারপর লরা লগের স্বামী জরুরী নম্বর ৯১১-তে ফোন করেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বন্ধ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে লরা লগকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বন্দুকটি ওই মহিলার শোয়ার ঘরে রাখা ছিল। শিশুটি কোনো ভাবে ওই ঘরে ঢুকে বন্দুকটি হাতে নিয়ে এই দুর্ঘটনাটি ঘটায়।