নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ আজ ওড়িশার নবরংপুরের প্রশান্তকুমার রাউত নামে এক জন অতিরিক্ত সাব কালেক্টরের বাড়ি ও অফিস থেকে নগদ তিন কোটি টাকা বাজেয়াপ্ত করল ভিজিল্যান্স দপ্তর। উল্লেখ্য যে, আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগে প্রশান্তকুমার রাউতের বিরুদ্ধে অভিযানে নেমেছিল।
সূত্রের খবর অনুযায়ী, প্রশান্ত কুমারের বিরুদ্ধে ভুবনেশ্বর, নবরংপুর, ভদ্রক সহ মোট নয়টি এলাকায় তল্লাশী চালানো হয়। ওড়িশার ভিজিল্যান্স দপ্তরের তরফে জানানো হয়েছে, ভুবনেশ্বর থেকে নগদ ২.২৫ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।
নবরংপুর থেকে নগদ ৭৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৩.০২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নগদ টাকার মধ্যে পাঁচশো এবং দুই হাজার টাকা নগদ টাকা রয়েছে। উল্লেখ্য যে, পাঁচ বছর আগে ওই আধিকারিককে এক লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।