নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশঃ গতকাল অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার ১৬ নম্বর হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বিত্রাগুন্টা গ্রামের কাছে যান্ত্রিক ত্রুটির কারণে আচমকা একটি যাত্রীবোঝাই বেসরকারী বাসে আগুন ধরে যায়।
সূত্রের খবর, ২৫ জন যাত্রী নিয়ে বাসটি হায়দ্রাবাদ থেকে পুদুচেরীতে যাচ্ছিল। প্রথমে গাড়ির চালক আগুন লাগার বিষয়টি লক্ষ করেন। এরপর যাত্রীদের সতর্ক করেন। তারপর বাসটিকে থামিয়ে দ্রুত যাত্রীদের নামার ব্যবস্থা করেন। যাত্রীরা নামতেই মুহুর্তের মধ্যে গোটা বাসটিতে হু হু করে আগুন ছড়িয়ে পড়ে।
এদিকে যাত্রীরা বেঁচে গেলেও সাথে থাকা মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ ও দমকল বিভাগের কাছে বাসটিতে আগুন লাগার পৌঁছাতেই দমকল কর্মীরা কয়েকটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরী হয়।