নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গতকাল শিলিগুড়ি মহকুমা পরিষদের নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা এলাকায় এক জন আদিবাসী যুবককে খুনের অভিযোগে পুরো এলাকা রণক্ষেত্রের আকার ধারণ করে। মৃত ৩৯ বছর বয়সী হাতিঘিসার যুবক হাতিঘিসার এক যুবক সুনীল নাগাসিয়া।
জানা গেছে, মঙ্গলবার সুনীল মেয়েকে নিয়ে গাড়িতে করে যাওয়ার সময় অন্য গাড়ির সাথে ধাক্কা লাগে। এরপর তাকে কয়েকজন মিলে গাড়ি থেকে টেনে নামিয়ে মেয়ের সামনে বেধড়ক মারধর করে। তারপর ওই দিন রাতেরবেলা সুনীলকে এলাকাবাসীরা রেল লাইনের পাশ থেকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এলাকাবাসীরা এই ঘটনার প্রতিবাদে এশিয়ান হাইওয়ে-২ তে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। এছাড়া আশপাশের প্রায় চারটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বহু বাড়ি ভাঙচুরও করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দার্জিলিঙের পুলিশ সুপার পরভিন প্রকাশ জানান, ‘‘যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।’’ অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সহ সভাধিপতি রোমা রেশমি এক্কা মৃত সুনীলের বাড়িতে গিয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।