নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ আজ ছত্রিশগঢ়ের কোরবা জেলার ট্রান্সপোর্ট নগর এলাকার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে আগুন লাগে। আর এই অগ্নিকাণ্ড থেকে প্রাণ বাঁচাতে কয়েকজন কমপ্লেক্সের দোতলা থেকে ঝাঁপ দেন। এতে মৃত্যু হয়েছে ৩ জনের। আর আহত হয়েছেন বেশ কয়েক জন। এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে তুমুল শোরগোল শুরু হয়ে যায়।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল আধিকারিকরা বেশ কয়েকটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এর পাশাপাশি এই অগ্নিকাণ্ডের জেরে কমপ্লেক্সের বেশ কয়েকটি দোকানের ক্ষতি হয়েছে। কিন্তু আগুন লেগেছে কি কারণে তা স্পষ্ট ভাবে জানা না গেলেও তদন্ত করে দেখা হচ্ছে।