নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ আবার কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকি নিশীথ প্রামাণিকের সামনে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগও ওঠে। তবে তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
জানা গেছে, এদিন দিনহাটার দুই নম্বর ব্লকে সাহেবগঞ্জ বিডিও অফিসে মনোনয়নপত্র পরীক্ষার কাজ চলছিল। তখন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ প্রায় হাজার খানেক তৃণমূল কর্মীকে নিয়ে বিডিও অফিস দখল করেছিলেন। এছাড়া বিজেপি প্রার্থীদের মনোনয়ন ছিঁড়ে ফেলেন।
Sponsored Ads
Display Your Ads Here
নিশীথ প্রামাণিক ওই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছনো মাত্র পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এরপর তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। তারপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু’পক্ষের উপর লাঠিচার্জ শুরু করেন। নিশীথ প্রামাণিকের অভিযোগ, ‘‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর কনভয় লক্ষ্য করে হামলা চালায়। কনভয়ের অনতিদূরে বোমাবাজিও হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
যা বাংলার জন্য ভীতিজনক পরিস্থিতি। আমার কনভয়ে তির ছোঁড়া হয়েছে। পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়।’’ এদিকে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ জানান, ‘‘কেন্দ্রীয় মন্ত্রীর সমস্ত অভিযোগ মিথ্যে।’’ পাশাপাশি উদয়ন গুহ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে বলেন, ‘‘তিনি বোকা নন যে, বিরোধীদের মনোনয়নপত্র ছিঁড়ে ফেলবেন। বিরোধীদের সাথে কথাও হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here
আর যে তির ছুঁড়ছে সে কি জানে না যে, কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি বুলেটপ্রুফ? সেখানে তির ছুঁড়লে কিচ্ছু হবে না।’’ প্রসঙ্গত, এর আগেও নিশীথ প্রামাণিক একাধিক বার দিনহাটায় আক্রান্ত হওয়ার অভিযোগ করেছেন। প্রতি বার উদয়ন গুহের দিকে আঙুল তুলেছেন।