নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ দিল্লির মুখার্জি নগর এলাকার বহুতল বাড়ির একটি পাঁচ তলার কোচিং সেন্টারে হঠাৎই আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় ওই কোচিং সেন্টারে অনেক পড়ুয়া ছিলেন। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরী হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই পাঁচতলায় বিদ্যুৎ এর মিটার বক্সে প্রথম ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল। এরপর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে কয়েক জন বহুতল থেকে ঝাঁপ মেরে পালাতে গিয়ে আহত হয়েছেন। এদিকে দমকল বিভাগ খবর পেয়ে দ্রুত এগারোটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার কাজ শুরু করে।
এলাকাবাসীরাও এই উদ্ধার কাজে হাত লাগান। তারপর দু’ঘণ্টার চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে। আর সব পড়ুয়াদের দড়ির সাহায্যে ঝুলিয়ে নামিয়ে আনা হয়েছে। এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চার জন আহত হওয়া পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দমকল আধিকারিকদের প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।