পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিং স্থানীয় বিধায়ক ও এলাকার ব্লক সভাপতির গোষ্ঠীর মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছে। এছাড়া বাসন্তী হাইওয়েতে তৃণমূলের দু’পক্ষের মধ্যে বোমাবাজি এবং গুলি চলার অভিযোগ উঠেছে। এর জেরে সুনীল হালদার নামে এক জন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
এই ঘটনার প্রতিবাদে বাসন্তী হাইওয়ে অবরুদ্ধ হয়ে ওঠে। এমনকি সিপিএমের একটা অফিসে ঢুকে দলীয় কর্মী-সমর্থকদের আক্রমণ করার সাথে সাথে মনোনয়নপত্র ছিঁড়ে দেয়। ক্যানিং ব্লকের তৃণমূলের সভাপতি শৈবাল লাহিড়ীর অভিযোগ, “এদিন অনুগামীরা মনোনয়নপত্র জমা দিতে গেলে স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের অনুগামীরা ক্যানিং বাসস্ট্যান্ড চত্বরে আটকে দেয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এই পরিস্থিতিতে ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় তৃণমূলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এমনকি গুলি, ইট-বৃষ্টি ও বোমাবাজি শুরু হয়। শৈবাল লাহিড়ী এই ঘটনার প্রতিবাদে ক্যানিংয়ের হাসপাতাল মোড়ে অনুগামীদের নিয়ে অবরোধ শুরুর পাশাপাশি হুঁশিয়ারি দেন যে, “পরেশরামের অনুগামীদের জমায়েত না সরালে অবরোধ চলবে।”
এই অবরোধের জেরে বড়ালি থেকে ঘটকপুকুর অবধি যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে পরেশরাম দাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়তেই সকলে পিছু হটে যায়। উল্লেখ্য, গতকালও ক্যানিংয়ে বিজেপি প্রার্থীদের তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছিল।