নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার নাকাশিপাড়া থানা এলাকার মালুমগাছায় নাকা তল্লাশির সময় অস্ত্রসমেত পুলিশের হাতে গ্রেফতার ২ যুবক। ধৃতরা হলো নদীয়ার হরনগরের বাসিন্দা বাপি শেখ ও সীতাচন্দনপুরের বাসিন্দা আশরফ শেখ।
পুলিশ সূত্রে খবর, গত কয়েক দিন থেকে পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়া নিয়ে এই এলাকায় অশান্তির খবর পাওয়া গেছে। তাই সোমবার গভীর রাতেরবেলা হরনগর পঞ্চায়েতের একটি রাস্তায় এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় সন্দেহজনক ভাবে বাপি এবং আশরফকে আটক করা হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
কিন্তু জিজ্ঞাসাবাদের সময় তাদের কথাবার্তায় অসঙ্গতি পাওয়ায় তল্লাশি করতেই একটি পিস্তল ও একটি ভোজালি উদ্ধার হয়। তবে জানা গেছে বাপি এবং আশরফ বান্দাখোলা থেকে বেথুয়াডহরি বাজারে আসছিল। এই ঘটনায় পুলিশ বাপি ও আশরফ কোথা থেকে কি উদ্দেশ্যে অস্ত্র নিয়েছিল তা জানার চেষ্টা করছেন। গতকাল তাদের কৃষ্ণনগর আদালতে তোলা হয়।
পাশাপাশি গত রবিবার হরনগর পঞ্চায়েত এলাকার একাধিক বুথে বাইক বাহিনীর তাণ্ডবের অভিযোগ ওঠে। এমনকি বারভেগা এবং চণ্ডীপুর গ্রামে ঢুকে বিরোধী দলের প্রার্থীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অতএব এই হিংসার ঘটনায় বাপি ও আশরফের কোনো যোগ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।