নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ দুপুরবেলা ১টা ৩৩ মিনিটে দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ কেঁপে উঠল। দিল্লি ছাড়াও পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা ও জম্মু-কাশ্মীরেও ভূকম্পন অনুভূত হয়েছে। আর ভূকম্পনের আতঙ্কে অনেকে রাস্তায় বেরিয়ে পড়েন।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূকম্পনের উৎসস্থল জম্মু-কাশ্মীরের ডোডা জেলার গান্ডো ভালেসা গ্রামের ভূপৃষ্ঠ থেকে ছয় কিলোমিটার গভীরে ছিল। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ৫.৪ ছিল।
আর এই ভূকম্পন ভারতের পাশাপাশি চীন এবং পাকিস্তানেও অনুভূত হয়। তবে এখনো অবধি এই ভূকম্পনে হতাহত ও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।