নিজস্ব সংবাদদাতাঃ খড়দহঃ পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে সোনা পাচারের খবর পেয়ে খড়দহের বলরাম হাসপাতালের সামনে অভিযান চালিয়ে আটক করে তিন জন যুবককে। যাদের এক জন কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের সিভিক ভলান্টিয়ার। ধৃতরা হলো বেহালার বাসিন্দা জয় চক্রবর্তী, উত্তরপাড়ার বাসিন্দা বরুণপ্রসাদ দত্ত ও বসিরহাটের বাসিন্দা হাফিজুল মণ্ডল ওরফে আকাশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই হাসপাতালের সামনে কয়েক জন জড়ো হয়েছে বলে খবর আসে। আর তাদের কাছে প্রায় এক কেজি সোনার কয়েন রয়েছে। যা পঞ্চাশ লক্ষ টাকায় মুর্শিদাবাদের এক জন ব্যক্তিকে বিক্রি করা হবে। এরপর পুলিশ সেখানে হানা দিয়ে জয়, বরুণপ্রসাদ এবং হাফিজুলের কাছ থেকে পঞ্চাশ গ্রাম ওজনের দু’টি রুপোর কয়েন উদ্ধার হয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এছাড়া জানা যায়, হাফিজুলকে দিয়েই ওই দু’টি কয়েনের ছবি নমুনা হিসেবে ওই ক্রেতার কাছে পাঠানো হয়েছিল। এর পাশাপাশি প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই চক্র রুপোর কয়েন বা বাটকে সোনার জলে চুবিয়ে তা দিয়ে লোকজনকে বোকা বানিয়ে টাকা নিত। আপাতত ওই ক্রেতা ও এই চক্রের মূল পাণ্ডার খোঁজ চলছে।