নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ বর্ধমানের শক্তিগড়ের ১৯ নম্বর জাতীয় সড়কে পাশাপাশি যাওয়া কলকাতাগামী একটি দশ চাকার লরি পিষে দিল চারচাকা গাড়িকে। ফলে মৃত্যু হয় ১ জনের। আর আহত হয়েছেন ১ জন।
এই দুর্ঘটনায় চারচাকা গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। আর দু’জনকে গাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক এক জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তি হলেন ৬৫ বছর বয়সী সমরেশ মুখোপাধ্যায়। সমরেশবাবু পূর্ব বর্ধমানের কালনার বেলেহাটা গ্রামের বাসিন্দা। তিনি চালকের আসনে বসেছিলেন।
আর বর্ধমানের বিবেকানন্দ কলেজ মোড়ের বাসিন্দা অরিজিৎ মজুমদার নামে এক জন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। কিন্তু অরিজিৎবাবুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ‘‘জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলায় রাস্তার পাশে ধস নেমে রাস্তাটি একেবারে সঙ্কীর্ণ হয়ে গিয়েছে।
ফলে সংশ্লিষ্ট এলাকায় প্রায় নিত্যদিন দুর্ঘটনা হচ্ছে। এমনকি মৃত্যুও হচ্ছে। তবে সড়ক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টিকে তেমন গুরুত্ব দিয়ে দেখছেন না।’’ এই দুর্ঘটনার পর সংশ্লিষ্ট জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। কিন্তু গাড়িটিকে ক্রেন দিয়ে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।