নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মুম্বইয়ের জাভেরি বাজারের একটি পাঁচ তলা ভবনে আগুন লেগে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এটি মূলত স্বর্ণ ব্যবসায়ীদের বাজার নামে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতেরবেলা ১টা ৩৮ মিনিটে ওই বাজারে প্রথম আগুন দেখা যায়। এরপর দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে বারোটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এই অগ্নিকাণ্ডে ওই পাঁচ তলা ভবনে প্রায় ষাট জন আটকে ছিলেন। ফলে দমকলকর্মীরা ওই ভবন লাগোয়া একটি বাড়ির সিঁড়ি ব্যবহার করে প্রত্যেককেই নিরাপদে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, “আগুন লাগার পর ওই ভবনে তিন বার বিস্ফোরণ হয়।”
এই অগ্নিকাণ্ডের জেরে ওই ভবনের প্রথম ও দ্বিতীয় তলের ছাদ সহ সিঁড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই অগ্নিকাণ্ড কি কারণে ঘটেছে, তা এখনো অবধি জানা না গেলেও দমকল আধিকারিকদের প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে জনবহুল এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব নিয়ে নানা প্রশ্ন উঠেছে।