চয়ন রায়ঃ কলকাতাঃ এবার ৮ ই জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে। আজ রাজ্যের নতুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ সাংবাদিক বৈঠক করে জানান, ‘‘৮ ই জুলাই দার্জিলিং ও কালিম্পঙে দ্বিস্তর এবং বাকি রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে। আর ৯ ই জুলাই অর্থাৎ আগামীকাল মনোনয়ন জমা শুরু হবে। ১৫ ই জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
আর ১৭ ই জুন স্ক্রুটিনির শেষ দিন। ২০ শে জুন অবধি পঞ্চায়েত ভোটের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করার জন্য সময় পাবেন। এছাড়া আজ থেকে রাজ্যে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাচ্ছে। ফলে রাতেরবেলা ১০টা থেকে সকালবেলা ৮ টা পর্যন্ত মিছিল করা যাবে না। আর আগামী ১১ ই জুলাই নির্বাচনের গণনা হতে পারে।’’
কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ করেন, ‘‘একটিও সর্বদল বৈঠক না ডেকে, কোনো আলোচনা না করেই এক তরফা ভোটের দিন ঘোষণা করা হয়েছে।’’ তবে নির্বাচন কমিশনের দাবী করেছে যে, ‘‘সর্বদলীয় বৈঠক করে ভোটের দিন ঘোষণার নিয়ম নেই। যখন প্রয়োজন হবে বৈঠক হবে।’’
আগের বারের মতো চলতি বছরও এক দফাতেই রাজ্যের বাইশটি জেলার পঞ্চায়েত ভোট হবে। রাজ্যে মোট ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সংখ্যা ৫৮ হাজার ৫৯৪ টি। মোট পঞ্চায়েত আসন ৬৩ হাজার ২৮৩ টি। আগামী ৮ ই জুলাই অর্থাৎ শনিবার এই ৬৩ হাজার ২৮৩টি আসনে একদফাতেই ভোটগ্রহণ করা হবে।