নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গতকাল বীরভূমের বোলপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে জল খেতে চেয়ে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠলো ২ জনের বিরুদ্ধে।
জানা যায়, আচমকা দুপুরবেলা দু’জন মহিলার বাড়িতে যান। ওই সময় মহিলার স্বামী ও ছেলে কেউ ছিলেন না। আর তখন ওই দু’জন জল খেতে চেয়ে বাড়িতে ঢুকে তাকে মারধর করে ধর্ষণ করেন। এরপর ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
Sponsored Ads
Display Your Ads Here
ওই মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দু’জনই তার স্বামীর পূর্বপরিচিত ছিল। কিন্তু ওই মহিলা তাদের চেনেন না। পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদ করেছেন। পাশাপাশি তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here