নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ হুগলীর ডানকুনির চাকুন্দিতে একটি চিপস কারখানায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল গোটা কারখানা। এই ঘটনায় দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়ার পাশাপাশি কারখানার কর্মীরা নিজেরাই জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।
জানা গিয়েছে, কারখানাটিতে প্রচুর চিপস মজুত ছিল। এছাড়াও প্লাস্টিকের প্যাকেট সহ দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে। আর চারিদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। দমকল কর্মীরা খবর পেয়ে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু দমকল কর্মীদের জলের অভাবে আগুন নেভাতে সমস্যার মুখে পড়তে হয়েছিল।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা উপযুক্ত ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ডানকুনির বেশ কয়েকটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে।