নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার কাছে পুলিশ ব্যারাকে উদ্ধার হয়েছে এক জন পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ। মৃত আউশগ্রাম থানার সাব-ইনস্পেক্টর পুষ্পেন ঘোষ। বয়স ৪৬ বছর।
জানা গেছে, গতকাল সন্ধ্যাবেলা পুষ্পেনবাবু ডিউটি সেরে ব্যারাকে চলে যান। কিন্তু আজ সকালবেলা ডিউটিতে যোগ না দেওয়ায় সহকর্মীরা খোঁজ নিতে গিয়ে দেখেন তিনি ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলছেন। এরপর দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে থানার আইসির নেতৃত্বে পুলিশকর্মীরা এসে মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
পুলিশের প্রাথমিক অনুমান, পুষ্পেনবাবু আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এদিকে পুষ্পেনবাবুর স্ত্রীর দাবী, ‘‘বাড়িতে কোনো অশান্তি হয়নি। মাঝেমধ্যে কাজের চাপের কথা বলত।’’ তবে জেলার পুলিশ সুপার কামনাশিস সেন তার পরিবারের পাশে থেকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।