নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কুস্তিগিরদের দাবী না মানলে দিল্লি সীমান্ত ঘেরাও করার হুমকি দিয়েছেন কৃষকেরা। পাশাপাশি দিল্লিতে দুধ ও সব্জির জোগান বন্ধ করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রধান রাকেশ টিকায়েত জানান, ‘‘কুস্তিগিরদের এই হেনস্থা মেনে নেওয়া যায় না। কেন্দ্রীয় সরকার এক জনকে বাঁচানোর চেষ্টা করছে। আমরা ঠিক করেছি পাঁচ দিনের মধ্যে কুস্তিগিরদের দাবী না মানা হলে ৫ ই জুন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থান থেকে কৃষকরা গিয়ে দিল্লি সীমান্ত ঘেরাও করবে। এছাড়া দিল্লিতে দুধ ও সব্জির জোগান বন্ধ করে দেওয়া হবে।’’
দেশের সম্মান নষ্ট না হওয়ার জন্য কৃষকরা কুস্তিগিরদের বুঝিয়ে বলেন, ‘‘দেশের হয়ে পদক জিততে অনেক পরিশ্রম করতে হয়েছে। তাই পদক গঙ্গায় ভাসিয়ে দিলে দেশের অসম্মান হবে।’’ তাই কুস্তিগিরেরা কৃষক নেতাদের কথাতেই হরিদ্বারে গঙ্গায় নিজেদের সব পদক না ভাসিয়ে ফিরে এসেছেন। কিন্তু পাঁচ দিনের মধ্যে সরকার দাবী না মানলে আর কুস্তিগিরদের আটকানো যাবে না।’’
প্রসঙ্গত, ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারীর দাবীতে সাক্ষী মালিক, বিনেশ ফোগট ও বজরং পুনিয়ার মতো কুস্তিগিরেরা আন্দোলন করছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে বলেছেন, ‘‘এখনো অবধি ব্রিজভূষণের বিরুদ্ধে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যাতে গ্রেফতার করা যায়। ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।’’