নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ মায়ের কাছে প্রেমিকের সাথে হাতেনাতে ধরা পড়ে যাওয়ায় বাবার কানে সেই কথা যাতে না পৌঁছায়, তাই মাকেই খুন করার অভিযোগ উঠলো একাদশ শ্রেণীর পড়ুয়ার বিরুদ্ধে। গতকাল গুজরাতের জুনাগড় জেলার ইভনগর গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত মায়ের নাম দক্ষ বামানিয়া। বয়স ৩৫ বছর। অভিযুক্ত মেয়ে মীনাক্ষী বামানিয়া। বয়স ১৯ বছর।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, সম্প্রতি মীনাক্ষী দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে উঠেছিল। এদিন বাড়িতে কেউ না থাকায় প্রেমিককে বাড়িতে ডেকেছিল। কিন্তু আচমকা মা চলে আসায় হাতে নাতে ধরা পড়ে যায়। এরপর ওই যুবক সেখান থেকে চলে যাওয়ার পর সে মায়ের কাছে বাবাকে কিছু না জানানোর জন্য কাকুতি মিনতি করতে থাকে।
তবে মা উল্টে চিৎকার করে বাবাকে জানানোর জন্য শাসাতে থাকেন। এরপর মীনাক্ষী একটি ধাতব দণ্ড এনে মায়ের মাথায় পর পর আঘাত মারলে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। মা মারা যাওয়ার পর মীনাক্ষী মাকে এমন ভাবে শুইয়ে রেখেছিলেন যেন কিছুই হয়নি। তবে পুলিশ খবর পেয়ে তদন্তে নামার পর মীনাক্ষীর কথায় সন্দেহ হয়। ফলে পুলিশী জেরার মুখে এই খুনের কথা স্বীকার করে।
প