নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল মুর্শিদাবাদের বড়ঞায় বোমাবাজিতে মৃত্যু হয়েছে অমর শেখ নামে এক জন তৃণমূলকর্মীর। এতে এলাকা জুড়ে থমথমে পরিবেশ তৈরী হয়।
স্থানীয় সূত্রে দাবী, পঞ্চায়েত ভোটের আগে দীর্ঘ দিন ধরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখলের লড়াই চলছিল। এই বিবাদকে কেন্দ্র করেই বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের পাঁপড়দহ গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের বিরুদ্ধেই বোমাবাজির অভিযোগ উঠেছে। সেই বোমাবাজিতেই অমরের মৃত্যু হয়। ফলে এলাকাবাসী মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করতে গেলে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, “তারাও তৃণমূল করেন। তৃণমূল অঞ্চল সভাপতির অনুগামী এই হামলার পিছনে রয়েছেন বলে দাবী করেন।” পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অমরের দেহ কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। এছাড়া এই ঘটনায় আরেক জনের সামান্য আঘাত রয়েছে। আপাতত এই ঘটনার জেরে এলাকা ঘিরে তল্লাশি চলছে। পাশাপাশি অভিযুক্তদের খোঁজ করা হচ্ছে।