নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ বুধবার খণ্ডঘোষ ব্লকের ছাতিমপুর গ্রামের অঙ্গনওয়ারি কেন্দ্রের খাবারে টিকটিকি পড়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনায় অভিভাবকেরা বিক্ষোভও দেখায়। এই ঘটনার খবর পেয়ে আধিকারিকরা ঘটনাস্থলে যান।
এলাকাবাসীদের দাবী, ‘‘অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির বেহাল দশা। কেন্দ্রের রান্না খুব খারাপ। কর্মীরা ঠিকমতো কাজ করেন না। বসে খাওয়ার পরিবেশও নেই। কর্মীরা অসর্তক ভাবে রান্নার কাজ করেন বলেই খাবারে টিকটিকি পড়েছে। এদিকে ওই খাবারই শিশুদের খাওয়ানো হয়। এদিন খাবার খাওয়ার পরে বেশ কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
অসচেতন ভাবে কাজ করার জন্যই এই ঘটনা ঘটেছে। বড়ো বিপদ হতে পারত৷ শীঘ্রই ব্যবস্থা নেওয়া হোক।’’ এরপর খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে একটি দল গিয়ে চিকিৎসা শুরু করে। প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। বার বার এমন ঘটনায় জেলা অঙ্গনওয়াড়ি দপ্তর ভীষণ উদ্বিগ্ন। দপ্তরের একাংশের দাবী, ‘‘কর্মী-সহায়িকাদের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়েও কেউ এ কাজ করতে পারেন।
তবে খণ্ডঘোষের কেন্দ্রটি নিয়ে আগেও গাফিলতির অভিযোগ ছিল। কর্মীদের শো-কজও করা হয়। এবার প্রয়োজনে পুলিশের সাহায্য নেওয়া হবে বলে দাবী করা হচ্ছে।’’ খণ্ডঘোষ ব্লক চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার লালেশ শর্মা জানান, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কর্মী ও সহকারীর বিরুদ্ধে অভিযোগ উঠছে। দেখা গিয়েছে, রেজিস্টার ঠিকমতো মানা হয়নি। কর্মীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’