নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ মালদা স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টার থেকে উদ্ধার এক জন রেল কর্মী ও তার মেয়ের ঝুলন্ত দেহ। এই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটনার দানবপুরের বাসিন্দা শম্ভুনাথ চৌধুরী মালদা স্টেশনের কারশেডে কর্মরত ছিলেন। কর্মসূত্রে সপরিবারে মালদার ঝলঝলিয়া এলাকার রেল কলোনীতে থাকতেন। সম্প্রতি শম্ভুনাথবাবুর ছোটো মেয়ে এবং স্ত্রী পাটনাতে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে শম্ভুনাথ ও বড়ো মেয়ে শলি ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন স্ত্রী এবং ছোটো মেয়ে বাড়িতে এসে দুই জনের ঝুলন্ত দেহ দেখে পুলিশের কাছে খবর দেন। এরপর রেলপুলিশ ও ইংরেজবাজার থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। আপাতত এই মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here